ম্যাজিক নাইট ক্রিম বানানোর পদ্ধতি । ১ রাতে ফর্সা হওয়ার উপায়

প্রিয় বন্ধু, আপনি কি পেতে চান উজ্জ্বল, ফর্সা, ও গ্লোয়িং ত্বক? ত্বকতে বানাতে চান কাঁচের মতো স্বচ্ছ ও উজ্জ্বল? আপনি তা বানাতে পারেন সহজেই। অল্প কয়েকটি উপাদান দিয়ে ঘরে বসেই তৈরি করতে পারেন জাদুকরী একটি নাইট ক্রিম। এই নাইট ক্রিম ব্যবহারে অল্প দিনেই আপনার ত্বক হবে উজ্জ্বল, ফর্সা, গ্লোয়িং এবং কাচের মতো স্বচ্ছ। এছাড়াও আপনার ত্বক হবে ব্রন ও দাগছোপ মুক্ত। চলুন তাহলে জেনে নেওয়া যাক, জাদুকরী এই নাইট ক্রিম বানানোর পদ্ধতি ।

বন্ধুরা, আপনি যদি পেতে চান ফর্সা ও গ্লোয়িং ত্বক, তাহলে এখনি শিখে নিন জাদুকরী এই নাইট ক্রিম বানানোর পদ্ধতি ।

জাদুকরি নাইট ক্রিমটি তৈরিতে যা যা লাগবেঃ

  • গ্লিসারিন ১ চামচ।
  • ভিটামিন ই ১ টি।
  • অ্যালোভেরা জেল ২ চামচ।

নাইট ক্রিম বানানোর পদ্ধতি –

  • প্রথমে একটি পরিষ্কার বাটি নিন। এবার বাটিতে ২ চামচ অ্যালোভেরা জেল নিন।
  • তারপর জেল এর সাথে যুক্ত করুন দুইটি উপাদান। উপাদান দুটি হচ্ছে এক চামচ গ্লিসারিন ও একটি ভিটামিন ই।
  • এবার ক্রিম তৈরির পালা। এক্ষেত্রে সবগুলো উপাদানকে চমৎকার ভাবে মিশিয়ে নিন।
  • যখন সবগুলো উপাদান চমৎকার ভাবে মিশে যাবে তখন ক্রিম তৈরির কাজ শেষ। এবার ক্রিমটি একটি কৌটার মধ্যে সংরক্ষণ করুন।
  • এই মেজিক নাইট ক্রিমটি নরমাল টেম্পারেচারে সংরক্ষণ করুন। কারন নরমাল টেমপারেচারে ক্রিমটি রাখলে ব্যবহার করা যায় দীর্ঘ এক মাস।

নাইট ক্রিম ব্যবহারের পদ্ধতি –

  • ম্যাজিক ক্রিমটি প্রতিদিন রাতে নিয়মিত ব্যবহার করুন।
  • এক্ষেত্রে প্রথমে আপনার মুখটি ফেইস ওয়াশ দিয়ে ভালো ভাবে ধুয়ে নিন।
  • এবার পরিমান মতো ক্রিম হাতের তালুতে নিয়ে নিন। তারপর মুখে লাগিয়ে আলতোভাবে ১০ মিনিট ম্যাসাজ করুন।
  • এরপর যত তাড়াতাড়ি সম্ভব ঘুমাতে যান। সকাল বেলা ঘুম থেকে উঠে আপনি পাবেন উজ্জ্বল, ফর্সা, ও গ্লোয়িং ত্বক।

ক্রিমটি ত্বকের মধ্যে কাজ করার কারণঃ

১। ত্বকের জন্য আলোভেরা জেল অত্যন্ত কার্জকরী। এতে রয়েছে প্রাকৃতিক ময়শ্চারাইজিং প্রোপার্টি। যে প্রোপার্টি ত্বককে করে ভিতর থেকে ময়শ্চারাইজ। ফলে ত্বক হয়ে ওঠে তুলতুলে নরম, কোমল ও মুলায়েম।

২। ত্বকের জন্য ভিটামিন ই অত্যন্ত উপকারী। এটি ত্বক থেকে Remove করে ডার্ক সার্কেলস। ফলে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল, ফর্সা, ও গ্লোয়িং। তাছাড়াও এটি ব্যবহারে ত্বক থেকে দূর হয় মৃতকোষ। ফলে ত্বক হয়ে সতেজ ও মশৃন।

Leave a Comment