সুন্দরবন সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে ও বাংলায় লেখার উপায়

প্রিয় ভিজিটর, আপনারা অনেকেই সুন্দরবন সম্পর্কে ১০ টি বাক্য জানতে চান। সুন্দরবন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। ভয়ংকর সৌন্দর্যের এই বন বাংলাদেশের ৫ জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গের দুটি জেলায় বিস্তৃত।

এই বনে বাস করে বিশ্বখ্যাত রয়েল বেংগল টাইগার। তাই সুন্দরবনের অপরুপ সৌন্ধর্য, অজানা রহস্য ও গৌরবময় ইতিহাসের কাছে দশটি বাক্য খুবই সামান্য। তবে এই সুন্দরবন সম্পর্কে ১০ টি বাক্য আপনার যেকোনো সময় কাজে লাগতে পারে। কারন বর্তমানে সকল চাকরির পরীক্ষায় সুন্দরবন সম্পর্কে প্রশ্ন আসে।

চলুন তাহলে জেনে নেওয়া যাক সুন্দরবন সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে ও বংলায়।

সুন্দরবন সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে ও বাংলায় লেখার উপায়

সুন্দরবন বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে অবস্থিত  The Sundarbans are situated in the coastal region of the Bay of Bengal.

সুন্দরবন হচ্ছে বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ – Sundarbans is the world’s largest delta.

সুন্দরবন হচ্ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন – Sundarbans is the world’s largest mangrove forest.

সুন্দরবন হচ্ছে রয়েল বেঙ্গল টাইগারের সবচেয়ে বড় বাড়ি  Sundarbans is the biggest home of Royal Bengal Tiger.

বাংলাদেশের ভিতরে সুন্দরবনের আয়তন ৬,০১৭ বর্গ কিলোমিটার (৬২%) – The area of ​​Sundarbans within Bangladesh is 6,017 square kilometers (62%).

ভারতের ভিতরে সুন্দরবনের আয়তন ৩,৯৮৩ বর্গ কিলোমিটার (৩৮%)  The area of ​​Sundarbans within India is 3,983 square kilometers (38%).

আরো পড়ুনঃ বাংলাদেশ সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে ও বাংলায় বলার উপায়

সুন্দরবনের সর্ব মোট আয়তন ১০,০০০ বর্গ কিলোমিটার  The total area of ​​Sundarbans is 10,000 square kilometers.

সুন্দরবনের নামকরণ করা হয়েছে সুন্দরী নামের একটি ম্যানগ্রোভ গাছের নামানুসারে – Sundarbans which was named after a mangrove tree named Sundari.

সুন্দরবনে মোট ৩৩৪ প্রজাতির উদ্ভিদ রয়েছে – Sundarbans has a total of 334 plant species.

বাংলাদেশের সুন্দরবনের ধারে বসবাস করে প্রায় ৩০ লাখ মানুষ  Some 30 lakhs people live on the edge of the Bangladesh Sundarbans.

সুন্দরবন সম্পর্কে এই বাক্যগুলো বার বার পড়ুন, যথাসম্ভব চেষ্টা করুন মুখস্ত করার। চর্চা করুন নিজে নিজে। তারপর আপনার কাছের বন্ধুবান্ধব অথবা নিকট আত্বীয়দের মাঝে একজন কে নির্বাচন করুন। এবার তার সাথে এই বাক্য গুলো দিয়ে সুন্দরবন সম্পর্কে কথা বলুন৷ কয়েকবার এই কাজ টি করলে সবগুলো বাক্য সঠিক ভাবে বলতে ও লিখতে পারবেন। এবার আপনি চাকরির পরিক্ষা বা ভাইবার জন্য প্রস্তুত। আল্লাহর উপর ভরসা রাখুন।

আশা করি সুন্দরবন সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে ও বাংলায় শিখে রাখলে যথেষ্ট উপকারে আসবে। সব গুলো বাক্য মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

1 thought on “সুন্দরবন সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে ও বাংলায় লেখার উপায়”

Leave a Comment